স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় বিজিবি‘র পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক করা হয়েছে। গত ১৭, ১৮ ও ১৯ আগষ্ট কুমিল্লা ১০ বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৬ লক্ষ ২৯ হাজার ৫ শত ১০ টাকার মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আটক করা হয়।

কুমিল্লার ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সূত্রে জানা যায়, গত ১৮ আগষ্ট এবং ১৯ আগষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বুড়ির বাজার, মান্দারী রোড, উত্তর সূর্যনগর, শাহাপুর, নোয়াপাড়া, মুন্সির বাজার, তেতাঁভূমি, রামচন্দ্রপুর, মানরা ব্রীজ, কেরানী নগর, সুবর্ণপুর, জালুয়াপাড়া, কোদালিয়া, মতিন নগর, মথুরাপুর, একবালিয়া, বেড়ীগাঁও, আশাবাড়ী, শশীদল এবং জামতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ১৯৪ বোতল, বিয়ার ৩৬ বোতল, ফেন্সিডিল ২০ বোতল, গাঁজা ০৫ কেজি, বাংলাদেশী আলু ১২,০৭০ কেজি, চকলেট ১৪০ প্যাকেট, জিরা ৫০ কেজি, ডায়না সাবান ১৮০ টি, বাই সাইকেল ০১ টি এবং ৩৭০ কেজি ইলিশ মাছ মালিক বিহীন অবস্থায় আটক করে কুমিল্লা বিজিবি।
এছাড়া গত ১৭ আগস্ট কুমিল্লার বিবির বাজার বিওপি এলাকাধীন কেরানী নগর সংলগ্ন মাঠ হতে হাবিলদার মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৫লক্ষ টাকা মূল্যমান একটি ভারতীয় মোটর সাইকেল আটক করা হয়। মোট ১৬লাখ ২৯হাজার ৫১০ টাকার মাদকদ্রব্য এবং মালামাল আটক করা হয় । আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
(এইচকেজে/এএস/আগস্ট ১৯, ২০১৪)