বগুড়া প্রতিনিধি : হাফেজ সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবককে বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের পর নন্দীগ্রামের কুচাগাড়ি মহাশশ্মান থেকে শনিবার সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ।

জানা যায়, হাফেজ সিরাজুল শনিবার বিকাল সাড়ে চারটায় কর্মস্থল থেকে বের হয়। সেসময় অজ্ঞাত দুইজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে সিরাজুলকে আটক করে একটি সিএনজি অটো রিক্সায় নাটোর রোডে শাকপালায় নিয়ে যায়। সেখান থেকে মোটরসাইকেলে নন্দীগ্রামের কুচাগাড়ি মহাশশ্মানে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে তাকে হত্যার চেষ্টা করা হয়। সেই সময় সিরাজুলের আর্তচিৎকার শুনে মহাশশ্মানের পাশে চলাচলরত লোকজন এগিয়ে এলে উক্ত অজ্ঞাত ব্যক্তিদ্বয় ভয়ে পালিয়ে যায়। উপস্থিত ব্যক্তিবর্গ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে সিরাজুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, ঘটনার আদ্যপ্রান্ত জানতে উদ্ধারকৃত হাফেজ সিরাজুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য যে- সোনাতলা উপজেলার শালিখা পাড়ার বাচ্চু বেপারীর পুত্র হাফেজ সিরাজুল ইসলাম। তিনি বগুড়া শহরে ফাতেমা ফিজিওথেরাপি সেন্টারে ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

(বিএসকে/এসপি/নভেম্বর ২২, ২০২০)