নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও  উপজেলা পরিষদের অফিস সহায়ক এবং স্যাটেলমেন্ট অফিসের নৈশ প্রহরীর বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন  জমি নিজেদের  নামে রেকর্ড করে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৩ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা, ভূক্তভোগী পরিবারসহ  গ্রামবাসীদের উদ্যোগে বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন চলাকালে ভূক্তভোগী পরিবারের সদস্য আঃ মান্নানসহ অন্যরা অভিযোগ করেন, লোহাগড়া বাজার বিদ্যুৎ অফিস সংলগ্ন ৮৯ নং লোহাগড়া মৌজার সাবেক খতিয়ান ৩৭৭ এর সাবেক ১৫২ নং দাগের জমির একাংশের মালিক লোহাগড়া পোদ্দারপাড়া গ্রামের মোঃ শাহিনুর রহমান রনি, সাবেক ৮২২ নং দাগের জমির একাংশের মালিক মোঃ কামরুল ইসলাম মিকু, মোঃ রিজাউল করিম, মোঃ মোক্তার হোসেন। এছাড়াও সাবেক ৮২২ নং দাগের একাংশ ও সাবেক ১৫২ নং দাগের একাংশের মালিক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

দীর্ঘ ৩৫/৪০ বছর ধরে ওই পরিবারগুলি পাঁকা ঘর নির্মাণ করে সেখানে বসবাস করছেন। অথচ লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন সাবেক ৮২২ ও ১৫২ নং দাগের ১৫ শতক জমি(বর্তমান দাগ-৩৭৭৭) নিজ নামে রেকর্ড করে নিয়েছেন। এ ছাড়াও উপজেলা পরিষদের অফিস সহায়ক মোঃ জাহিদ হোসেন এবং সেটেলমেন্ট অফিসের নৈশ প্রহরী মোঃ নুরুল আমিন সাড়ে ৭ শতক করে মোট ১৫ শতক ব্যক্তি মালিকানাধীন জমি (বর্তমান দাগ-৩৭৭৬) নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। যার হাল খতিয়ান নং-১৩৯২।

ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন এ বিষয়ে বলেন, ওই জমি সরকারি খাস খতিয়ানের ছিল। সেটেলমেন্ট অফিসের মাধ্যমে ১২ শতক সরকারি জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছি। ৩০ ধারা মামলা শেষ হয়েছে। চূড়ান্ত হতে আরো ছয়মাস লাগবে। সরকার যদি না দেয় জমি পাবো না। আমিতো জবর দখল করিনি, বাড়িঘর বানাইনি। এখনো জমির দাবিও করিনি। আমি একজন নাগরিক হিসাবে সরকারের কাছ থেকে বৈধ ভাবে জমি নিতেই পারি।

অফিস সহায়ক মোঃ জাহিদ হোসেন বলেন, সরকারি খাস জমি ২০১৪ সালে সরকারের কাছ থেকে নিয়েছি। কারো ব্যক্তিগত জমি দখল বা রেকর্ড করে নেইনি। সেটেলমেন্ট অফিসের নৈশ প্রহরী মোঃ নুরুল আমিন বলেন, ওই জমি আমার নামে হয়েছে তা সেটেলমেন্ট অফিসের স্যারের মাধ্যমে জেনে ছিলাম। কিভাবে হলো জানি না।

এ বিষয়ে জানতে লোহাগড়া উপজেলার সহকারি সেটেলমেন্ট অফিসার নিরঞ্জন কুমার দাস কে ফোন দিলে তিনি বলেন, আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এ বিষয়ে জোনাল স্যাটেলমেন্ট অফিসার মোঃ কামরুল আরিফ বলেন, ভাইস চেয়ারম্যান সাহেব এবং অপর একটি পক্ষের পরস্পর বিরোধী অভিযোগের কপি পেয়েছি। ওটি খাস জমি না। ওই জমি ভি,পি জমি। অভিযোগের বিষয়টির তদন্ত চলছে।

মানববন্ধনে অংশগ্রহনকারী সহ ভূক্তভোগী পরিবার সঠিক তদন্ত পূর্বক জমি ফেরতসহ জড়িতদের শাস্তি দাবি করেছেন।

(আরএম/এসপি/নভেম্বর ২৩, ২০২০)