গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কার্যক্রম সম্প্রসারণ, উদ্ভাবন ও সফটওয়্যাার ব্যবহার সংক্রান্ত ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

রেজিস্ট্রার জেনারেল জন্ম ও মৃত্যু নিবন্ধন এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার সকালে ভার্চুয়াল প্রশিক্ষণে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।

টাস্কফোর্সের সদস্যবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, হরিরামপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন ও কোচাশহর ইউপি চেয়ারম্যার মোশাররফ হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, ইউপি সচিব আব্দুল মতিন, রোকনুজ্জামান ও আব্দুল ওয়াহেদ প্রমুখ।

(এসআরডি/এসপি/নভেম্বর ২৩, ২০২০)