সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত- ৩ আসনের কাউন্সিলর পদে লড়বেন মোছাঃ জান্নাতুন্নেছা। 

তিনি বাট্টা গ্রামের কৃতি সন্তান বিরোচিত মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যান পরিষদ রাজারবাগ পুলিশ লাইন্স ঢাকার সভাপতি মোঃ শাহজাহান মিয়ার পুত্রবধূ। নারী উদ্যোক্তা মোছাঃ জান্নাতুন্নেছা জীবনের প্রথম থেকেই সমাজের মানুষের কল্যানে নিজেকে জড়িয়ে রেখেছেন। তার স্বামী আবু সাদাত মোঃ সায়েম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

দুই সন্তানের জননী জান্নাতুন্নেছা পারিবারিক জীবনে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে ওঠায় ২০১৬ সালে উপজেলা প্রশাসন থেকে জয়ীতা হিসেবে নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি নারী উদ্যোক্তা হিসেবে কেন্দুয়া উপজেলা সদরের সানি ডিজিটাল ষ্টুডিও ও ভিডিও সেন্টার প্রতিষ্ঠা করেছেন। তার বড় ছেলে রিজাল মাহমুদ সানি সামাজিক আচার অনুষ্ঠান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ফটোগ্রাফার ও ভিডিও রেকর্ডিংয়ের কাজ করে সুনাম কুরিয়ে আসছেন।

জান্নাতুন্নেছার পৈত্রিক নিবাস মদন উপজেলায়। সেখানে অবস্থানকালীন সময়ে মদন পৌরসভার সংরক্ষিত ১ আসনের মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউপি মেম্বার ও কাউন্সিলরদের ভোটে মদন উপজেলা পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন। মদন থেকে স্থানান্তরিত হয়ে বর্তমানে তিনি কেন্দুয়া উপজেলা সদরে বসবাস করছেন।

সুধি জনের আহবানে সাড়া দিয়ে তিনি কেন্দুয়া পৌরসভার সংরক্ষিত- ৩ আসনের প্রার্থী হয়ে স্বাস্থ্য বিধি মেনে গণযোগাযোগ রক্ষা করে চলছেন। ইতিমধ্যে তার গণযোগাযোগে সারা দিচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা চান।

(এসবি/এসপি/নভেম্বর ২০২০)