ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে গোলাম সরোয়ার প্রধান বিপ্লব নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। পৌর নির্বাচনে আজ ২৩ নভেম্বর  প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচনে তার প্রতিদ্বন্দিতার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এ নির্বাচনে প্রতিক চেয়েছেন নারিকেল গাছ ।

আসন্ন পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে ৮৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন । গাইবান্ধা জেলা নির্বাচন অফিসে আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করছেন এ চার কউন্সিলর প্রার্থী । নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহজাহান সরকার ও আবুবক্কর ছিদ্দিক, ৪ নং ওয়ার্ডের রাজু মিয়া এবং ৮ নং ওয়ার্ডের ইছাহাক আলী।

প্রার্থীতা প্রত্যাহারের এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাহীনুর আলম।

নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, সর্বশেষ পৌর নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগের আবু বকর প্রধান .স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জাতীয় পার্টির মজিবর রহমান, বিএনপির আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম দুদু।

৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে এক নারীসহ ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পৌর এলাকা ৯ টি ওয়ার্ডে ১৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩১ হাজার ৬ শত ২ জন। এদের মধ্যে নারী ভোটার ১৬ হাজার ২ শত ৬৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন১৫ হাজার ৩ শত ৩৪ জন ।


(এস/এসপি/নভেম্বর ২০২০)