স্টাফ রিপোর্টার : ‍দুর্নীতি ছাড়া পৃথিবীতে এমন কোনো দেশ নেই তবে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে আরো ৫০ বছর লাগবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পল্লী জনপদ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতি নেই পৃথিবীতে এমন কোনো দেশ নেই। যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে। আর অর্থনৈতিক কর্মকাণ্ড থাকলে দুর্নীতি হবে। তবে দুর্নীতি সবাই করে না। যারা দ‍ুর্নীতি করে তাদের সংখ্যা অনেক কম। যেমন এনবিআর'র অনেক কর্মকর্তা সৎ রয়েছে।

তিনি বলেন, আমরা দ‍ুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই। এজন্য যেসব লোক দুর্নীতি করে তাদের নিরুৎসাহিত করতে হবে।

ছাত্রলীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সবাই ছাত্রলীগ হয়ে যায়। তবে যারা প্রকৃত ছাত্রলীগ করে তারা দুর্নীতি করে না। আমিও ছাত্রলীগকর্মী ছিলাম। কেউ বলতে পারবে না আমি দুর্নীতি করেছি। যারা সুযোগ বুঝে ছাত্রলীগ করে আপনারা তাদের বিরুদ্ধে লেখালেখি করেন।

একনেকের এ প্রকল্পের আওতায় একটি কম্পাউন্ডে ২৭২টি পরিবারের থাকার ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, আইএমইডি সচিব সুরাইয়া বেগম প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ১৯, ২০১৪)