নড়াইল প্রতিনিধি : লোহাগড়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ. লীগের সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম উপস্থিত থেকে এ সব উপহার সামগ্রী বিতরণ করেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী ক্যাত্যায়নী পূজা উপলক্ষে সোমবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সহসভাপতি মোঃ আশরাফুল আলম গন্ধবাড়িয়া ত্রি-পল্লী পূজা মন্ডব, আশ্রয়ন পূজা মন্ডব, কুন্দশী পূজা মন্ডব ও জয়পুর পরশমনি মহাশ্মশান পূজা মন্ডব পরিদর্শন করেন এবং মন্দিরে আগত বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অসিত চক্রবর্তী, সঞ্জয় বিশ্বাস, মিহির কর্মকার, সুবোল বিশ্বাস, যুবলীগ নেতা পলাশ রহমান, কাজল পাল সহ প্রমুখ।

এদিকে মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে সেবা প্রত্যাশীদের মাঝে মাস্ক স্যানিটাইজার , সাবান বিতরন করেন। এ সময় সচিব তফিকুল আলম, হিসাব রক্ষক উজ্জল কান্তি সরকার , কাউন্সিলর গিয়াসউদ্দিন ভূইয়া , শাহাজান সিরাজ বিদ্যুৎ, বুলবুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/নভেম্বর ২৪, ২০২০)