আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে কমিউনিটি ক্লিনিক পরিচালনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত।

জনগণের দোড় গোড়ায় সরকারের স্বাস্থ্যসেবা পৌছে দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচডি) আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে রাজিহার ও বাকাল ইউনিয়নের জনপ্রতিনিধিতের নিয়ে কমিউনিটি ক্লিনিক পরিচালনা বিষয়ক কর্মশালা উপজেলা হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম মন্ডল।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সংশ্লিষ্ঠ দুই ইউনিয়নের দ্বায়িত্বরত সচিব গৌতম পাল, স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, টেকনোলজিস্ট মিজানুর রহমান।

দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা ও ডা. সৈকত জয়ধর। কর্মশালায় রাজিহার ইউনিয়নের ৮টি ও বাকাল ইউনিয়নের ৫টি কমিউনিটি ক্লিনিক পরিচালনার দায়িত্বরত স্থানীয় ইউপি সদস্যগন অংশগ্রহন করেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৪, ২০২০)