রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ঘাতক বাসের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা উলিপুর রাজারহাট সড়ক অবরোধ করে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ঘাতক চালক খলিলুর রহমানসহ (৪২) বাসটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের রনজু মিয়ার শিশু কন্যা রিনতি আক্তার (৮) সকাল ১১ টার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল।

এসময় উলিপুর থেকে ছেড়ে আশা বেপরোয়া গতির রংপুরগামী এমএন ক্লাসিক (নোয়াখালী-জ ১১০০৪২) নামের একটি মিনিবাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা রাস্তায় অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ এসে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(পিএস/এসপি/নভেম্বর ২৪, ২০২০)