নিউজ ডেস্ক : ‘এমপি হোস্টেলের বাসা ছাড়তে ৭ মন্ত্রীকে নোটিশ’ শিরোনামে সোমবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এর একদিন পর মঙ্গলবার যোগাযোগমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এমপি হোস্টেলের বাসাটি মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই ছেড়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ফ্ল্যাটটিতে আমি এক বছর অবস্থান করেছি। গত দেড় বছর আমি, আমার পরিবার বা আমার কোন লোক ওই বাসা একদিনের জন্যও ব্যবহার করেনি।

বর্তমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ফ্ল্যাট থেকে সব মালামাল সরিয়ে নিয়েছি। এমতাবস্থায়, ফ্ল্যাটটি অন্য কারো নামে বরাদ্দ প্রদানে কোনো বাধা ছিল না এবং এখনো নেই।

কর্তৃপক্ষ ওই ফ্ল্যাটটি কোনো সংসদ সদস্যকে বরাদ্দ দিলে যে কোনো দিন ফ্লাটটিতে উঠতে পারতেন এবং আজও উঠতে পারেন বলে জানানো হয় ওই নোটিশে।

(ওএস/এটিআর/আগস্ট ১৯, ২০১৪)