স্টাফ রিপোর্টার : বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ বলেছেন, মানুষ তার কর্মের মাঝেই বেঁচে থাকে। বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরু তার কর্মের মাঝেই বেঁচে থাকবেন আজীবন। নাট্যাঙ্গনের মানুষ তাকে কখনো ভুলতে পারবেনা। যে যায় সে আর ফিরে আসে না, তিনি অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাত দাঁন করেন। 

বুধবার সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে নারায়ণগঞ্জের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজউদ্দৌলা নাট্য দলের প্রাণ পুরুষ বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরু স্মরণে উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ আরো বলেন,শিল্প-সাহিত্য জীবনেরই অংশ। সমাজের যত অসঙ্গতি শিল্প-সাহিত্য আর নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সভাপতি তথা উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজউদ্দৌলা নাট্য দলের কর্ণধার মোঃ খালেকুজ্জামান (মিয়া জামান), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া,২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শক্তিমান চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ হোসেন নূর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর আনোয়ার হোসেন।

একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্যকর্মী জোটের সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম,একাডেমি’র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ টিটু, মোয়াজ্জেম হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য রইস মুকুল, মিতু মোর্শেদ, আবেদিত সদস্য শেখ কামাল, কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, সাপ্তাহিক সত্যের পাতা’র সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র কার্যনির্বাহী পরিষদের সদস্য রোকসানা রহমান সামিয়া, শেখ তাফসির, প্রখ্যাত কন্ঠশিল্পী নাজমা সুলতানা, সোনিয়া আহমেদ, সম্মিলিত নাট্যকর্মী জোটের অর্থ সম্পাদক শফিউল আলম রেজা, শাহ আলম সাহা, এডভোকেট সম্ভুনাথ সাহা সৈকত, সিরাজউদ্দৌলা নাট্যদলের সদস্য বিমল চন্দ্র ঘোষ, নাট্যকর্মী সোলায়মান হোসাইন রনি, মফিজুল ইসলাম, রবিউল আউয়াল মিয়াজী, প্রধাণমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত আনসারী ভিডিপি দলনেত্রী কামরুন নাহার লিপি, বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমা আক্তার,২২নং ওয়ার্ড শাখার সভাপতি মুজাহিদ সরকার জনি, সহ-সভাপতি আব্দুল খালেক, শফি মেম্বার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন নাট্যকর্মী খালেদ সাইফুল্লাহ। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন বন্দর উপজেলা মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ মফিজুল ইসলাম।

(জিএম/এসপি/নভেম্বর ২৫, ২০২০)