কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৬ টি মাছ ধরা ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় সশস্ত্র ডাকাতদল ট্রলারগুলোর জাল, জ্বালানী ও মাছ লুটে নেয়।

মুক্তিপণের দাবিতে অপহরণ করে ৭ জেলেকে। সোমবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সোনারচর থেকে চালনা পর্যন্ত সাগরের বিভিন্ন পয়েন্টে ডাকাত দলের এ তান্ডব চলে। এ সময় সাগরে মাছ শিকাররত জেলেদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
মহিপুর আড়ত মালিক সমিতির নেতা নিমাই চন্দ্র দাস জানান, গাজী ফিস, গাজী ট্রেডার্স, রুবেল ট্রেডার্স, মিথুন ট্রেডার্স, হাওলাদার ফিসসহ আটটি আড়তের মাছ বিক্রি করা ১৬টি ট্রলার ডাকাতের কবলে পড়েছে। তিনি কারও নাম বলতে না পারলেও ধারনা করছেন অন্তত কুড়িটি ট্রলারে ডাকাতি হয়েছে। অপহরণ করা হয়েছে একাধিক জেলেকে। ডাকাতের তান্ডবে মহিপুর ইলিশের মোকামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহিপুর পুলিশি তদন্ত কেন্দ্রের এসআই আবুল কাশেম জানান, তিনি ট্রলারে ডাকাতির খবর শুনেছেন। তবে কেউ তার কাছে লিখিত অভিযোগ দেয় নি।
(এমকেআর/এএস/আগস্ট ১৯, ২০১৪)