বিনোদন ডেস্ক : ‘ফুটবলের রাজা ছিলেন, ফুটবলের ভগবান ছিলেন’- প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে এভাবেই সম্মান জানালেন নন্দিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ম্যারাডোনার হঠাৎ মৃত্যুতে সারাবিশ্বেই আজ শোকের ছায়া। তাকে নিয়ে লিখছেন নানা অঙ্গনের মানুষেরা।

লিখছেন কলকাতার অভিনেতা প্রসেনজিতও। তার ভাষ্যে, ‘আমাদের সকলেরই একটা hero-worship থাকে। ফুটবলে পেলের পরে এটা অবশ্যই ম্যারাডোনা। এটা একটা বড় ক্ষতি। আর ওঁর অবদান ভাষায় বর্ণনা করা যায় না।’

প্রসঙ্গত, গতকাল বুধবার মাত্র ৬০ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ফুটবলের রাজা। তার আইনজীবী খবরটি নিশ্চিত করেছে গণমাধ্যমকে।

এর আগে ৬০তম জন্মদিনের কয়েকদিন পরই মাথায় অস্ত্রোপচার হয় ম্যারাডোনার। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি যাওয়া হয়নি এ ফুটবল কিংবদন্তির। মাত্রাতিরিক্ত মদ্যপান ছাড়ানোর জন্য তাকে রাখা হয় রিহ্যাব সেন্টারে। তারপর বাড়ি ফিরলেও না ফেরার দেশে চলে গেলেন ‘হ্যান্ড অব গড’র মালিক।

(ওএস/এসপি/নভেম্বর ২৬, ২০২০)