নড়াইল প্রতিনিধি : প্রধানমন্ত্রী ঘোষিত করোনাকালীন সময়ে ৫০ হাজার হেক্টর জমিতে হাইব্রীড বোরো ধান চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় লোহাগড়ায় চার হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে হাইব্রীড বোরো ধানের বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বি.এম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জেলা প্রশিক্ষন কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আক্তার, মুনমুন সাহা প্রমূখ। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

(আরএম/এসপি/নভেম্বর ২৬, ২০২০)