মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের পর্যটন উপজেলা শ্রীমঙ্গলে কাপেং ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় পর্যায়ের আদিবাসী সংগঠন ও সহযোগী সংস্থা সমুহের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের ব্রাক লার্নিং সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সক্ষমতা বিষয়ক এই কর্মশালা।

কর্মশালায় হেলেনা তালাং হিরামনের সঞ্চালনায় কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপক হিরন মিত্র চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকতা, নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা'শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি, পংকজ এ কন্দ, পাত্র সম্প্রদায় কল্যান পরিষদের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, কুবরাজ আন্ত পুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারন সম্পাদক ফ্লোরা বাবলি তালাং প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপেং এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর, খোকন সুইটেন মুরমু। প্রশিক্ষম কর্মশালা আগামীকাল শুক্রবার ২৭ নভেম্বর বিকেলের দিকে সমাপ্ত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে ।

(একে/এসপি/নভেম্বর ২৬, ২০২০)