বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাডভোকেট এস এম রেজাউল করিম বুধবার রাতে বাগেরহাট শহরের সরুই এলাকার বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

বাগেরহাটের জনপ্রিয় এই রাজনৈতিক নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। সিপিবি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা মৃত্যুর খবর শুনে রাতেই তার বাসভবনে ছুটে যান।

বাগেরহাটে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক এই রাজনীতিক দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বৃহস্পতিবার সকাল ১১টায় তার প্রথম নামাজে জানাজা শহরের স্বাধীনতা উদ্যানে, দ্বিতীয় জানাজা জর্জকোর্ট চত্বরে এবং তৃতীয় জানাজা বিকাল ৩টায় তার বসতবাড়ি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামে অনুষ্ঠিত হয়। গানসেলুটের পর তাকে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন কারা হয়।

স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রমে বাগেরহাটের রাজপথে কমরেড রেজাউল ছিলেন অগ্রসৈনিক।

(এসএকে/এসপি/নভেম্বর ২৬, ২০২০)