আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কৃষি জমিতে রাসায়নিক সারের মাত্রা কমিয়ে আনার লক্ষে বাংলাদেশ কৃষি বিভাগ কৃষকদের মধ্যে জৈব সার ব্যবহারের জন্য ভার্মী কম্পোষ্ট (কেঁচো সার) নামক সার উৎপাদনের উদ্যোগ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় বরিশালের গৌরনদী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন কৃষক ক্লাবগুলোতে জৈব সার উৎপাদনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে।

ফলশ্রুতিতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাতী বাড়ি কৃষক ক্লাবের আদর্শ কৃষক রঞ্জিত ব্যাপারীর বাড়িতে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সার্বিক সহযোগিতায় একটি ভার্মী কম্পোষ্ট (কেঁচো সার) নামক সার উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়। উক্ত জৈব সারগুলোর গুনগত মান অত্যন্ত ভাল হওয়ায় উপজেলার কৃষকদের মধ্যে এই সারের ব্যবহার অনেক বৃদ্ধি পায়। তাই স্থানীয় পর্যায়ে কৃষকদের মাঝে সারগুলো বিক্রয়ের জন্য প্যাকেটজাত করে বাজারজাতকরনের জন্য গতকাল মঙ্গলবার সকালে মাহিলাড়া বাজারে প্রায় শতাধিক আদর্শ কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন মাহিলাড়া হাট-বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হারুন বয়াতী, উদ্ভাবনী কৃষক রঞ্জিত ব্যাপারী, আবু সাঈদ চোকদার, হুমায়ুন কবির, অনিল গাইন, মান্নান সরদার, আ. ছাত্তার রাঢ়ী, সার ব্যবসায়ী তোতা মিয়া, আমিনুল ইসলাম, জামাল সরদার প্রমূখ। সভা পরিচালনাকারী উপ-সহকারী কৃষি অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, বরিশাল জেলার মধ্যে মাহিলাড়া ইউনিয়নই প্রথম ভার্মী কম্পোষ্ট (কেঁচো) সার উৎপাদনে সফলতা ও বাজারজাত করণ করেছে।
(টিবি/এএস/আগস্ট ১৯, ২০১৪)