মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ দুপুরে শালিখা উপজেলার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সচেতন মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাহানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ আব্বাস উদ্দিন ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা বিথী মন্ডল প্রমূখ।

উঠান বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়, মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী শিক্ষা ও নারীর দক্ষতা বৃদ্ধি কার্যক্রম এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়।

(ডিসি/এসপি/নভেম্বর ২৬, ২০২০)