নাটোর প্রতিনিধি : জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে মঙ্গলবার নাটোরে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে । কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে দলের নেতাকর্মীরা শহরের আলাইপুরস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে।

মিছিলটি শহরের দিকে য়াওয়ার সময় জেলা পরিষদ হলের সামনে পুলিশ বাধা দেয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ফিরে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক সংসদ সনদস্য কাজী গোলাম মোর্শেদ, সাধারন সম্পাদক আমিনুল হক, সাবেক পৌরমেয়র কাজী শাহ আলম,ফরহাদ আলী দেওয়ান শাহিন,পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,সহিদুল্লাহ সোহেল,আসাদুজ্জামান আসাদ,কামাল হোসেন প্রমুখ। এর আগে বিএনপি কার্যালয়ের সামনে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
(এমআর/এএস/আগস্ট ১৯, ২০১৪)