স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তর করা প্রসঙ্গে বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘পিডিবির কাজের ওপরই নির্ভর করছে তা কোম্পানি না বোর্ড থাকবে।’

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ওই আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘পিডিবি কোম্পানি থাকল না বোর্ড থাকল সে দিকে আমাদের দৃষ্টি নেই। পিডিবি যে অবস্থানেই থাকুক সকলকে কাজ করে যেতে হবে।’

পিডিবির কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেন পিডিবি দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে না? পিডিবিকে দেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আমরা পিডিবির উজ্জল চেহারা দেখতে চাই। দেখতে চাই আধুনিকতার ছোঁয়া। পিডিবি হবে সততার অন্যতম দৃষ্টান্ত।’

তিনি বলেন, ‘প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎখাতে বিনিয়োগ করা হচ্ছে। কারণ দেশের অর্থনীতি নির্ভর করে এ খাতের ওপর।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ১৯, ২০১৪)