বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার সাধারণ জনগনের কাছে প্রযুক্তি সেবা পৌছে দেয়ার জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র চালু করেছে। এর সুফল গ্রামের অতি সাধারণ মানুষও ঘরে বসে পাচ্ছে। দিনের পর দিন ভূমির পরচার জন্য জনগণকে উপজেলা ভূমি অফিসে গিয়েও নানা হয়রানির শিকারে পোহাতে হয়েছে।

ফলে একদিকে আর্থিক ক্ষতি অন্যদিকে সময়ের অপচয় হয়েছে। এখন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আবেদন করলেই সহজে পরচা সহ ভূমির তথ্যাদি পাওয়া যায়। শুধু তাই নয় জন্মনিবন্ধন থেকে শুরু চাকুরীর আবেদন এমনকি সহজে বিদেশে যাওয়ার আবেদন করা যায়। সাধারন জনগন তথ্য-প্রযুক্তির ব্যাপারে আরো তৎপর হলে সহজে দৈনিন্দন কাজে সুবিধা ভোগ করবে।
তিনি মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখায় তথ্য প্রযৃক্তিতে পর পর দুবার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন আলাই। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, অধ্যক্ষ জহির উদ্দিন, অফিসার ইনচার্জ আবুল হাশেম ।উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ,জেলা যুবলীগ সহ-সভাপতি কামরান চৌধুরী, সাবেক ছাত্র নেতা আফতাব আলী, পৌর কাউন্সির জেহীন সিদ্দিকী, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জায়েদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, পৌর কাউন্সিলর কায়ছার পারভেজ , ইউপি আওয়ামীলীগ নেতা মঞ্জুর হোসেন লাল, ইউপি সদস্য মঈন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ জুয়েল, প্রভাষক হাসান আহমদ, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, আং ছালাম, ফারুক উদ্দিন, সৈয়দ লুৎফুর রহমান প্রমুখ।
(এলএস/এএস/আগস্ট ১৯, ২০১৪)