স্টাফ রিপোর্টার, ঢাকা : শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী বশির আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চলে গেছেন তিনি তবে মানুষ মনে রাখবে তার গান ‘সবাই আমায় প্রেমিক বলে’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ঘুম শুধু ছিল দুটি নয়নে’, ‘যারে যাবি যদি যা’, ‘কাঁকন কার বাজে রুমঝুম’ এবং ‘আমাকে যদি গো তুমি’-কালজয়ী এ সব সৃষ্টি।

রবিবার সকাল ১০টায় জহুরী মহল্লার মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশিরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ওএস/অ/এপ্রিল ২০, ২০১৪)