গাজীপুর প্রতিনিধি : মুঞ্জিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনা থেকে উদ্ধার করা দুটি হনুমানের স্থান হলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে। গত ২০ নভেম্বর এ প্রাণী দুটো উদ্ধার করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ। পরে ৩০ নভেম্বর সোমবার দুপুরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে হস্তান্তর করেন। 

ঢাকা বিভাগের বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার জানান, তাদের ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নের্তৃত্বে একটি দল অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের ষোলআনায় একটি বাড়ী থেকে মুখপোড়া হনুমান দুটো উদ্ধার করেন। স্থানীয় এক ব্যক্তি এই হনুমান দুটো পোষার জন্য এনেছিলেন।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, হনুমান দুটো মুখপোড়া হনুমান নামে পরিচিত। অনেক স্থানে এদের সোনালী বা লালচে হনুমান বলে ডাকা হয়। সিলেট ও চট্রগ্রামের মিশ্র চিরসবুজ বনে এদের দেখা যায়। বর্তমানে আমাদের দেশে এদের সংরক্ষণ অবস্থা বিপন্ন। এ প্রানী দুটোকে বর্তমানে বিশেষ পর্যবেক্ষনে রাখা হয়েছে। কিছুদিন পর এদের স্বাভাবিক পরিবেশে উন্মোক্ত করা হবে।

(এস/এসপি/নভেম্বর ৩০, ২০২০)