রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগকালিন সময়ে জরুরী ভাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে -জেন্ডার ইন এমার্জেন্সি এলাইন্স সাতক্ষীরা’র  ২৪ টি সংগঠন দাতা সংস্থা একশনএইড এর সহায়তায় মানবধিকার পক্ষের কর্মসুচির অংশ  হিসাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার সকাল ১০ টায় বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন, ব্যানার, টি-শার্ট, বাদ্যযন্ত্র ও জারী গান সহ শতাধিক যুবক, কিশোরী, নারী নেত্রী,বিভিন্ন উন্নয়ন সংগঠন প্রতিনিধিদের অংশগ্রহনে এক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বেলুন ও ফেষ্টুন উড়িয়ে নারী নেত্রী বেগম মরিয়ম মান্নান, জ্যোৎস্না দত্ত, সালেকা হক কেয়া, আনজুয়ারা বেগম, জোসনা আরা খাতুন, মহুয়া মঞ্জরী সহ বিভিন্ন সংগঠন প্রতিনিধিগন র‌্যালী উদ্বোধন করেন। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে খুলনা রোডের বঙ্গবন্ধু ম্যুরাল স্কয়ারে পথসভায় বক্তব্য রাখেন, সুশীলনের প্রগ্রাম অফিসার জাভেদ হাসান, হেড সংস্থার নির্বাহি পরিচালক লুইস রানা গাইন, বাংলাদেশ ভিশনের পরিচালক অপরেশ পাল, লাইট হাউসের সঞ্জু মিঞা, উত্তরন প্রতিনিধি এড, মনিরউদ্দিন, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দিকী, যুব প্রতিনিধি অন্তর প্রমুখ। র‌্যালী ও সভা পরিচালনা করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত।

(আরকে/এসপি/নভেম্বর ৩০, ২০২০)