গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার জয়দেবপুর রোডের নলজানী এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টার দিকে ওই এলাকার গ্রামীণ উড ফার্নিচারের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক হুমায়উন কবির জানান, নগরীরর জয়দেবপুর সড়কের নলজানী এলাকায় গত বিশ বছর যাবৎ পাঁচ কাঠা জমির উপর ভাড়া ঘরে ফার্নিচারের ব্যাবসা করে আসছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকন বন্ধ করে বাসায় চলে যায়। পরে রাত ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দোকানে যাওয়ার আগেই ফার্নিচার গুলো সব কাঠের হওয়াতে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফার্নিচার গুলোর মধ্যে খাট, সোফা সেট, ড্রেসিং-ডায়নিং টেবিল, আলমারি, কেভিনেটসহ বেশিরভাগ সেগুন কাঠের তৈরী ছিলো। অগ্নিকান্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জয়দেবপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ভোর পাঁচটা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষতি পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে। এতে কোন হতা-হতের ঘটনা ঘটেনি।

(এস/এসপি/ডিসেম্বর ০২, ২০২০)