গাইবান্ধা প্রতিনিধি : জেলা শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় গাঁজা বিক্রির দায়ে জনি মিয়া (২১) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জনি মিয়া গাইবান্ধা শহরের দক্ষিণ ধানঘড়া এলাকার তোতা মিয়ার ছেলে।

গাইবান্ধা সদর থানার ওসি আহমেদ রাজিউর রহমান কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জনি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জনি মিয়া গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের শুংশুংগির মোড় এলাকার যুব উন্নয়ন অধিদফতরের সামনে গাঁজা বিক্রির করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন রনিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তিনি আরও জানান, থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/আগস্ট ২০, ২০১৪)