সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : গ্রামের মানুষের মামলার জট কমিয়ে আনতে সত্যিকারের সেবা দানের লক্ষ্যে দুই দিন ব্যাপি গ্রাম আদালতের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার প্রধান অতিথি হিসাবে এ কর্মশালার উদ্ধোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব ও সংশ্লিষ্টদের গ্রাম আদালতের প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, স্থানীয় জনগণ যাতে গ্রাম আদালত থেকে আরোও ভাল কিছু সেবা পায় সেজন্য সকলকেই আন্তরিক হওয়ার আহ্বান জানান। কর্মশালায় গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল্লাহ আল মোজাহিদ খান উপস্থিত থেকে গ্রাম আদালতের বিভিন্ন কৌশল ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। কর্মশালায় উপজেলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২০)