রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ (৪ ডিসেম্বর) শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ হিরোইন ও ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।  

পুলিশ জানায়, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকারের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ঘটিকার দিকে রাজারহাট সদর ইউনিয়নে দুধ খাওয়া গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের বাড়ী থেকে ২৫পিস ইয়াবা, দেড়শ গ্রাম হিরোইন, ৪ পিস ট্যাপেন্ডা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৫০০টাকা সহ আব্দুল কুদ্দুস( ৪০) ও রুবেল (২৫) কে মাদক সেবন অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন থেকে বাড়ির পাশে ওষুধ ব্যবসার আড়ালে এই মাদকের কারবার করে আসছিলো।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার সরকার বলেন, রাজারহাট উপজেলা থেকে মাদক নির্মূল করতে একে একে সব মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার করা হচ্ছে। কুদ্দুস ওই এলাকার বিখ্যাত মাদক ব্যবসায়ী ছিল। ৪ডিসেম্বর শুক্রবার সকালে পুলিশ গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরন করেছে।

(পিএস/এসপি/ডিসেম্বর ০৪, ২০২০)