স্টাফ রিপোর্টার, ঢাকা : শনিবার রাত থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

গুলিস্তান ফ্লাইভারের নিচে রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তি সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি মাকসুদ জানান, রবিবার সকাল ৯টায় রেজাউরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রেজাউল করিম মতিঝিলের পূবালী হোটেলে বাবুর্চির কাজ করতেন। তিনি বংশালের কাজী ওসমান রোডের ৬১/১ নম্বর বাসায় থাকতেন। রেজাউল মৃত বোরহানুল করিমের ছেলে।

এদিকে, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে রবিবার সকাল ৭টায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হন।

বনানি থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সকাল ৮টায় ওই নারীর মৃতদেহ মর্গে পাঠানো হয়। তার পড়নে ছিলো সাদা প্রিন্টের শাড়ি।

এর আগে শনিবার রাতে ভাটারা থানার কুরাতলি এলাকায় বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলেই নিহত হন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার মহিতুল আলম জানান, কুরাতলি ‘সানজি’ সিএনজি পাম্পের পাশে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আবদুল আজিজ (৩২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি জানান, শনিবার রাত ১২টায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আবদুল আজিজ কুমিল্লা জেলার হোমনা থানার জয়নগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি কুড়িল বিশ্বরোডের ক/৭৪/৩ নম্বর বাসায় থাকতেন।


(ওএস/অ/এপ্রিল ২০, ২০১৪)