শরীয়তপুর প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে দেশব্যাপী উগ্র ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতার ভাস্কর্য ইস্যুতে বিশৃংখলা সৃষ্টিও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংসগঠন।

আজ রবিবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সদর উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর-০১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু'র নির্দেশে আজ সকাল থেকে শরীয়তপুরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হাজির হতে থাকে আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী সমর্থক। এতে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ্ব আবদুর রব মুন্সি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, শরীয়পুর পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, পৌরসভা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(কেএন/এসপি/ডিসেম্বর ০৬, ২০২০)