সাতক্ষীরা প্রতিনিধি : বকেয়া বেতনের দাবিতে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে অনিদ্দিষ্টকালের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বর্জন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও কর্মচারীরা এক জরুরী সভা ডেকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষকদের অভিযোগ, ফান্ডের টাকা দিয়ে মহাবিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা বলে কর্তৃপক্ষ নামমাত্র উন্নয়ন কাজ পরিচালনা করছে এবং টাকা লুটপাট করছে। এদিকে শিক্ষক-কর্মচারীদের সাত মাসের বেতন বাকি পড়ে আছে। তারা মানবেতর জীবন যাপন করছেন। তারা জানান, এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ও সভাপতি কে বারবার মৌখিক ও লিখিতভাবে অনুরোধ করা সত্বেও তারা কোনো সু-ব্যবস্থা করেননি। শিক্ষকরা জানান, তাদের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর লিয়াকাত পারভেজ জানান, কোনো ধরনের আলোচনা ছাড়াই শিক্ষকরা এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। সমস্যা সমাধানে কার্যকরি কমিটির সভা আহবান করে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।
(আরকে/এএস/আগস্ট ২০, ২০১৪)