গাজীপুর প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় সোমবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় আটটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। 

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি তানভির আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কাজি তানভির আহমেদ জানান, আজকের অভিযানে আটটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটাগুলো মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম ব্রিকস) ছয়টি, উমামা ব্রিকস ও আরসিজি ব্রিকস।
এছাড়াও অবৈধ ইটভাটা থেকে ৬২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসোর্স অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার।
আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর র‌্যাব-১ ও গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

(এস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২০)