গাজীপুর প্রতিনিধি : মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে বিজয়ের এ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইয়োশিও ইয়ামাদা লাইব্রেরী ভবনে ডিজিটাল ডিস্পেস সুবিধা, ২২টি ক্লোজ সার্কিট ক্যামেরা সংযোজন ও অত্যধুনিক স্ক্যানার মেশিন সোমবার ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া উদ্বোধন করেন।

এ প্রযুক্তি সুবিধার মাধ্যমে লাইব্রেরী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণামূলক সকল অগ্রগতি অত্যন্ত সুদৃশ্য ও সুশৃঙ্খলভাবে সহজেই সংরক্ষণ করা যাবে ও দেশে এবং বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়ের তথ্যাদি দ্রুততার সাথে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা সম্ভব হবে। ডিস্পেসের মাধ্যমে সকল ধরণের তথ্য যেমন টেক্সট, পিডিএফ, অডিও-ভিডিও ধারণ, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এবং সহজেই তথ্য সংরক্ষণ ও বিতরণ করা যাবে।

এছাড়াও গবেষণাপত্র, প্রকাশিত পুুস্তিকা, বার্ষিক রিপোর্ট, টেকনিক্যাল রিপোর্ট, প্রিপ্রিন্ট, থিসিস, কনফারেন্স পেপার ইত্যাদি অত্যন্ত সহজে সংরক্ষণ করা যাবে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, লাইব্রেরী চীফসহ লাইব্রেরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২০)