মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নে চেয়ারম্যান পদে  উপ-নির্বাচনে নিবাচনী প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা সেবানন্দ বিশ্বাসকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে।  গতকাল মঙ্গলবার রাতে  আমলসার বাজারে নির্বাচনী প্রচারণরা চালানোর সময় এ ঘটনা ঘটে। তবে বোমা দুটি লক্ষ্যভষ্ট হওয়ায় তার কোন ক্ষতি হয়নি।  এ সময় ৪টি বোমাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা সেবানন্দ বিশ্বাস জানান, আগামী ২৪ আগস্ট উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি নিজ প্রতীক আনারসের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শেষ করে আমলসার বাজারের নির্বাচনী অফিসের সামনে দাঁড়িয়ে কর্মীদের সাথে কথা বলছিলেন ।
এ সময় প্রতিপক্ষ বিএনপি সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমানের কর্মী আমলসার গ্রামের মাদিয়াপাড়ার ময়েন উদ্দীন (৪৮) ও কচুবাড়িয়া গ্রামের ইজাজুল ইসলাম (২৫) তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে । বোমা দুটি লক্ষ্যভষ্ট হয়ে নির্বাচনী অফিসের পাশে গিয়ে বিস্ফোরিত হয়। এ ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলের পাশেই অবস্থান করছিল। দুস্কৃতিকারীরা বোমা ফাটিয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ তাদের দুই জনসহ মোতালেব বিশ্বাস (৪৫) কে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
তবে বিএনপি সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান বোমা হামলার বিষয়টি অস্বীকার করে জানান, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়ে তার উপরে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আওলাদ হোসেন জানান, বোমা হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমলসার বাজার এলাকা থেকে ব্যাগ ভর্তি আরও ৪টি তাজা হাতবোমা উদ্ধার হয়। এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
(ডিসি/এএস/আগস্ট ২০, ২০১৪)