বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে পাশ্ববর্তী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ এক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে।

আহতরা মধ্যে- সাগর হোসেন (১৮), মশিউর রহমান (২৫), মজনু মিয়া (২০), এরশাদ আলী (২৪), এনামুল হক (২৫), রুবেল হোসেন (৩২) আসাদুল ইসলাম (৩৩), শিতল রহমান (২৮), সুমন মিয়া (৩০), আছাব আলী (৪০)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৈশাখী মেলা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাঝবাড়ি মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে রতনগাঁ এবং শিয়ালী ফুটবল একাদশ নামে দু’টি দল অংশগ্রহণ করে। খেলার শেষ দিকে অফ সাইড ও ফাউল বিষয়সহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিমগাছী ইউনিয়নের শিয়ালী ও মাঝবাড়ি গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।

নিমগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে আপোস-মীমাংসার চেষ্টা চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

(ওএস/এইচআর/এপ্রিল ২০, ২০১৪)