আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : বাংলাদেশে গাজীপুর সিটিতে প্রথম বারের মত পয়োবর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে। এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরশন ও আইএফসি’র সাথে একটি চুক্তি হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মহানগরের আঞ্চলিক কার্যালয় অঞ্চল ৩এ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো আমিনুল ইসলাম ও আইএফসি’র কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার চুক্তিতে সাক্ষর করেন।

আইএফসির প্রতিনিধি ফারহান তারিক জানান, বাংলাদেশে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রথমবারের মত পয়োবর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭শ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। বিশ্ব ব্যাংক এই প্রকল্পে সহযোগী হিসেবে থাকবে।

জিসিসি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তেব্যে বলেন, গাজীপুর শহরকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। সেইজন্য দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে তা বস্তবায়ন করা হচ্ছে। পয়োবর্জ্য, যেটিতে নানা ধরনের রোগ জীবানু থাকে। এই বর্জ্য খাল-বিল নদী-নালায় মিশে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। আইএফসি ও ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মত পয়োবর্জ্য ব্যাবস্থাপনা সিস্টেম প্রকল্প গাজীপুর সিটিতে বাস্তবায়ন করার উদ্যোগ নেয়ায় তাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি জাভেদ বিন করিম, বিশ্ব ব্যাংকের কনাসলটেন্ট মেহেদী হাসান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রকৌশলী মজিবুর রহমান কাজল প্রমুখ।

(এস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২০)