শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিলুপ্তপ্রায় কাঠারী ভোগ ধানের ঐতিহ্য ফিরিয়ে আনতে  দিনাজপুরের উচ্চ ফলনশীল সুগন্ধি ধানের চাষ বাড়ছে। উফশী জাতের এসব ধানের ভালো ফলন পেয়ে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। দিনাজপুরের মাটি ও আবহাওয়া সুগন্ধি ধান চাষে উপযোগি হওয়ায় প্রিমিয়াম কোয়ালিটি রাইস রিসার্স সেন্টারের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট।

দিনাজপুরে উচ্চ ফলনশীল সুগন্ধি ব্রি ধান ৬৩, ব্রি ধান ৭০,ব্রি ধান ৭৫ ব্রি ধান ৮০ এবং ব্রি ধান ৮৭ চাষাবাদ শুরু করেছে কৃষক। বিলুপ্তপ্রায় কাটারী ভোগ ধানের ঐতিহ্য ফিরিয়ে আনতে কৃষক উফশী জাতের এসব সুগন্ধি ধান চাষ করছে। পাচ্ছেনও আশাতীত ফলন।

দিনাজপুরের চিরির বন্দর উপজেলার রানীবন্দর এলাকার কৃষক বজলুর রহমান জানালেন, তিনি এবার দ্বিতীয় বারের মতো দেড় একর জামিতে চাষ করেছেন, সুগন্ধি ব্রি ধান ৭০। ফলনও পেয়েছেন ভালো। একই কথা জানালেন,সদর উপজেলার কাউগাঁ এলাকার কৃষক মানিক সাহা। তিনি এবার প্রথম বারের মতো এক বিঘা জমিতে ব্রি ধান ৮৭ চাষাবাদ করেছেন। পেয়েছেন ভালো ফলন।

সুগন্ধি ধানের ভালো ফলন এবং ভালো দাম দেখে অন্যান্য কৃষকও এ ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট দিনাজপুরে কৃষকের মাঠ পর্যায়ে শুরু করেছে এসব সুগন্ধি ধানের চাষ। এতে সহায়তা করছে কৃষি বিভাগ।

দিনাজপুর কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল জানালেন, সুগন্ধি জাতের এসব ধানে পোকা-মাকড়ের আক্রমণ ও রোগ-বালাইও কম। বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী কাটারী ভোগ ধানের চেয়ে এসব জাতের সুগন্ধি ধান চাষে দ্বি-গুন ফলনও পাচ্ছেন কৃষক। এ ধানের দামও ভালো।

বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট-ব্রি’র মহা-পরিচালক ড. মো.শাহজাহান কবির জানালেন, উচ্চ ফলনশীল এসব সুগন্ধি ধান দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারী ভোগ ধানের বিকল্প হিসেবে চাহিদা পূরণ করছে। এ জেলার মাটি ও আবহাওয়া সুগন্ধি ধান চাষে উপযোগি হওয়ায় দিনাজপুরে প্রিমিয়াম কোয়ালিটি রাইস রিসার্স সেন্টারের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট।

ধানের জেলা দিনাজপুরে কাটানী ভোগের ঐতিহ্য ফিরিয়ে আনতে এ অঞ্চলে উচ্চ ফলনশীল জাতের সুগন্ধি ধানের চাষাবাদ বাড়ছে।

সরজমিনে দেখা গেছে,দিগন্ত বিস্তৃত সোনালী ক্ষেতে সুগন্ধি ধানের চাষাবাদ পরিধি বেড়েছে। এ ধান চাষাবাদ করে ঘুরছে,অনেক কৃষকের ভাগ্যেও চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এ সুগন্ধি ধানের ভালো দাম পেলে এ অঞ্চলে আগামীতে সুগন্ধি ধানের চাষাবাদ পরিধি আরো বেড়ে যাবে,এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা।

(এস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২০)