রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২০ পালিত হয়েছে ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জেলা সদরের নিম বাগানস্থ কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগের দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ ও বিশেষ অতিথি ছিলেন- চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ শেখ বাবুল, কুড়িগ্রাম ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার আলহাজ্ব মহসিন সাবু, সুপারভাইজার জয়নাল আবেদীন প্রমুখ।

আলোচনা সভায় মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার আলহাজ্ব মহসিন সাবু বলেন-মেসার্স জলিল বিড়ি প্রতিষ্ঠান ২০১৯-২০ অর্থ বছরে সরকারকে ৯কোটি টাকা রাজস্ব প্রদান করেছে। অথচ জেলার বিভিন্ন হাট-বাজারে অনেক ভুয়া নাম সর্বস্ব বিড়ি কোম্পানি জাল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। তাই কাস্টমস বিভাগকে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে হবে। যাতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত না হয়।

ব্যবসায়ী প্রতিনিধিদের প্রশ্নের প্রেক্ষিতে কুড়িগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মোঃ আব্দুল হান্নান জানান, আমরা ইতোমধ্যে ১৬ লাখ পুনঃ ব্যবহৃত জাল ব্যান্ডরোল জব্দ করেছি। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের ব্যবসায়িক সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।

(পিএস/এসপি/ডিসেম্বর ১০, ২০২০)