রাবি প্রতিনিধি : এক সহপাঠীর সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে রবিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাবির কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা- রাজশাহী মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। এ সময় ময়মনসিংহগামী একটি গাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে তারা।

তিনি জানান, রাবির এক শিক্ষার্থী শনিবার গাড়িতে করে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় ওই গাড়ির লোক তার সঙ্গে খারাপ আচারণ করার দায়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানান ওসি।

(ওএস/এইচআর/এপ্রিল ২০, ২০১৪)