হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কাবাডি খেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের ঝগড়াকে কেন্দ্র করে সংষর্ষে শিক্ষকসহ ২৩ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হবিগঞ্জ-শায়েস্তগঞ্জ সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার শহরতলীর ভাদৈ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ের আন্তঃস্কুল কাবাডির খেলা চলছিল। খেলার এক পর্যায়ে ভাদৈ আইডিয়াল স্কুল ও শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুলের দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় ভাদৈ গ্রামের কয়েকজন লোক জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষার্থীকে মারধোর শুরু করেন। তাকে বাঁচাতে সহপাঠীরা এগিয়ে আসলে আইডয়াল হাইস্কুলের শিক্ষার্থী ও ভাদৈ গ্রামের লোকজন সবাইকে মারধোর করতে থাকেন। এতে জে কে এন্ড এইচ কে হাই স্কুলের ক্রীড়া শিক্ষক নুরুল ইসলামসহ ২৩ শিক্ষার্থী আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। হাতের রগ কেটে যাওয়ায় গুরুতর আহত অবস্থায় ওই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ইলিয়াছকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষার্থীরা বেলা আড়াইটায় স্কুলের সামনে ব্যারিকেড দিয়ে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে। পরে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি সামাজিকভাবে নিস্পত্তির উদ্যোগ নেয়া হলেও এখনও কোন সিদ্ধান্ত হয়নি। জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে দোষীদেরকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় তারা আন্দোলনের কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
জে কে এন্ড এইচ কে হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আমার স্কুলের ছেলেরা সেখানে খেলতে গিয়েছিল। তাদেরকে মারধোর করে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আপাতত তাদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির ঢাকা থেকে আসার পর ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম আনছারী জানান, বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে শালিসের উদ্যোগ নেয়া হয়েছে। এই ঘটনায় যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, রাস্তা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিষয়টি মিমাংশার জন্য উভয় স্কুলের প্রধান শিক্ষক, অবিভাবক ও জনপ্রতিনিধিদের বসার কথা রয়েছে।
(পিডিএস/এএস/আগস্ট ২০, ২০১৪)