হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে লাইসেন্স ছাড়া ইট তৈরি ও পোড়ানোর অভিযোগে দু’টি ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তানভীর আহমেদ রুমন এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমা আদালত সুত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন আইন ২০১৩ এর অধীনে অভিযানকালে লাইসেন্স না থাকায় হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মেসার্স পপুলার ব্রিকসকে ১০ হাজার এবং সুঘর গ্রামের মেসার্স নিউ পলাশ ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
(পিডিএস/এএস/আগস্ট ২০, ২০১৪)