লালমনিরহাট প্রতিনিধি : পাঁচ শ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় সাজেদুল ইসলাম নামের এক যুবককে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন লালমনিরহাটের পাবলিক প্রোসিকিউটর (পিপি) আকমল হোসেন আহমেদ এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মিজানুর রহমান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার পাটগ্রাম উপজেলার আশরাফুল ইসলাম ওরফে তুফান, ফরিদুল ইসলাম ওরফে বাচ্চু এবং জোবায়েদ হোসেন ওরফে সুজন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালে আশরাফুলের কাছ থেকে পাঁচ শ টাকা ধার নেন সাজেদুল। টাকা ফেরত দিতে গড়িমসি করেন সাজেদুল। ওই বছরের ৩১ আগস্ট রাতে সাজেদুলকে মোবাইল ফোনে বুড়িমারীর সাইদুজ্জামানের পুকুরপাড়ে ডেকে নিয়ে যান আশরাফুল। সেখানে ফরিদুল ও জোবায়েদের সহযোগিতায় আশরাফুল ধারালো অস্ত্র দিয়ে সাজেদুলকে কুপিয়ে গুরুতর জখম করে পাশের ধানখেতে ফেলে চলে যান। স্থানীয় লোকজন সাজেদুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় সাজেদুল জানিয়েছিলেন, আশরাফুল, ফরিদুল ও জোবায়েদ তাঁকে কুপিয়েছেন। পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাজেদুলের মৃত্যু হয়।

ঘটনার পরদিন সাজেদুলের মামা আহমেদুর রহমান পাটগ্রাম থানায় ওই তিন আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

আট বছর পর আজ শুনানি শেষে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারক। পরে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

(ওএস/এটিআর/আগস্ট ২০, ২০১৪)