স্টাফ রিপোর্টার : বাংলাদেশী শ্রমিকদের জন্য সুখবর আসছে। মধ্যপ্রাচ্যের অন্যতম তেল রপ্তানিকারক দেশ আরব আমিরাতের ভিসা পাওয়া যাবে আগামী অক্টোবরে।

যদিও ২০১২ সালের আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হয়ে যায় বাংলাদেশী শ্রমিকদের জন্য।

গত দুই বছরেও ভিসা জটিলতার সমাধান হয়নি। এমনকি কর্মস্থল পরিবর্তনের সুযোগ থেকেও বঞ্চিত প্রবাসী বাংলাদেশিরা। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশি ভিসা চালু করতে যাচ্ছে দেশটি বলে সংবাদ প্রকাশ হলে অনেকটাই বিভ্রান্তিতে পড়েন আরব আমিরাতের প্রবাসীসহ দেশটিতে যেতে আগ্রহী ব্যক্তিরা।

এ বিষয়ে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এসব সংবাদ ভিত্তিহীন, বানোয়াট। আমিরাতে অক্টোবরের আগে ভিসা খোলার সম্ভবনা নেই। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর দুবাই সফরের মধ্য দিয়ে আমিরাতে ভিসার জটিলতা কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ।

(ওএস/এটিআর/আগস্ট ২০, ২০১৪)