সঞ্জীব কুমার দাস, কাপাসিয়াা (গাজীপুর) : বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে  মরিয়ম ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন আজ রবিবার বিকেলে কাপাসিয়া কলেজ মোরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে কলেজ মোরে প্রতিবাদ সমাবেশ করেন।

মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ঠ শিল্পপতি ও বাংলাদেশ কৃষকলীগের উপদেস্টা আলম আহমদের সভাপতিত্বে ও কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি হাফিজুল হক আইয়ুবের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও উপদেস্টা আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জিয়াউদ্দিন নাসির, কাপাসিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক মো. আইন উদ্দিন আহমদ, কৃষকনেতা জানে আলম কনক। আন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,প্রবীন আওয়ামীলীগ নেতা বাবু সুনিল রায় মাস্টার, মুজিবুর রহমান আঙ্গুর, মোস্তফা কামাল, সাকিল হোসেন, আজম সরকার, মুকুল , রতন প্রমুখ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ১৩, ২০২০)