আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞ চিত্তে স্মরণের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে দশটায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমিত উত্তেঅরন, শোক পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এসএম হেমায়েত উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, জসীম সরদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সম্পাদক গোলাম নবী, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যদিকে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতাসহ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সকাল এগারোটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আলোচনা সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২০)