নিউজ ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের প্রেরণায়’ নামক ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় কিচেনওয়্যার ব্র্যান্ড ‘টপার’। এ ক্যাম্পেইনের আওতায় ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে কেনাকাটার জনপ্রিয় সাইট অথবাডটকম থেকে টপারের পণ্য কিনলে ক্রেতারা পাবেন ১৬ শতাংশ ছাড়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টপার কিচেনওয়্যারের বিপণন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন, ‘টপার দেশীয় কিচেনওয়্যার ব্র্যান্ড। একটা সময় কিচেনওয়্যার পণ্যের অধিকাংশই ছিল আমদানি নির্ভর। ভোক্তাদের ব্যাপক সমথর্নের ফলে আমরা কিচেনওয়্যার পণ্যের বাজারে একটা শক্ত অবস্থান গড়তে সক্ষম হয়েছি। বিজয়ের আনন্দ ভোক্তাদের সাথে ভাগ করে নিতেই আমরা অথবাডটকম থেকে টপারের পণ্য কিনলে ১৬ শতাংশ মূল্যছাড়ের ব্যবস্থা করেছি।’

বর্তমানে বাজারে টপার ব্র্যান্ডের অধীনে গ্যাসের চুলা, ননস্টিক কুকওয়্যার, ফ্রাইপ্যান, প্রেসারকুকারসহ ১২ ধরনের পণ্য রয়েছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২০)