গাজীপুর প্রতিনিধি : করোনা মহামারী কালে সরকারি নির্দেশ আমান্য করে শহীদ বুদ্ধিজীবী দিবসে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে এসাইনমেন্টের নামে পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কাইয়ুম সরকারকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল জাকী। এসয়ময় তার সাথে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী।

আবু ওবায়দা আলী জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ করোনা মহামারীকালে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশ অমান্য করে শহীদ বুদ্ধিজীবি দিবসে সোমবার সকালে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে এসাইনমেন্ট’র নামে পরীক্ষা নিচ্ছে এমন খবরের সত্যতা পাওয়ার পর গাজীপুর সদর উপজেলা ইউএনও সাহেবকে জানানো হয়। পরে ইউএনও ওই কলেজে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ও কলেজ অধ্যক্ষকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২০)