আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার বিপি গার্মেন্টসে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের কারনে শিল্প নগরীর শতাধিক কারখানায় সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার বিপি গার্মেন্টসের শ্রমিকরা জানায়, প্রতিমাসে তাদের বেতন দিতে বিলম্ব করা হয়। তাছাড়া নারী শ্রমিকদের গর্ভধারনের সময় কারখানা থেকে বরখাস্ত করা হয়। বাৎসরিক ছুটির টাকা ছাড়াও প্রতিদিন মানসম্মত টিফিন দেয়া হয়না।

এসব সমস্যার দাবিতে সোমবার সকাল থেকে কারখানার এক হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা বিসিকের আরো কয়েকটি কারখানায় ভাংচুর করে।

শিল্প পুলিশের সিনিয়র এএসপি এস আলম শ্রমিকদের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
কারখানার চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, সঠিক সময়মত সিপমেন্ট না হওয়ায় এমন সমস্যা হচ্ছে। তবে এখন থেকে প্রতিমাসে সময়মত বেতন পরিশোধ করার আশ্বাস দেন তিনি।

(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২০)