নিউজ ডেস্ক : মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে সরকার। এক বছরের মাথায় এ ভাতা বৃদ্ধি করলো সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

মোবাইল কোর্ট পরিচালনায় এখন থেকে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট এক হাজার টাকা, প্রসিকিউশন কর্মকর্তা ৫০০ টাকা, পেশকার ৪০০ টাকা এবং এমএলএসএস ৩০০ টাকা সম্মানী পাবেন। আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৮০০ টাকা, প্রসিকিউশন কর্মকর্তা ৪০০ টাকা, পেশকার ২৫০ টাকা এবং এমএলএসএস ১৬০ টাকা করে সম্মানী ভাতা পেতেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ঝুঁকিভাতা প্রাপ্ত কোনো কর্মকর্তা/কর্মচারীর অনুকূলে এ সম্মানী বৃদ্ধির হার প্রযোজ্য হবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট একদিনে একাধিক আইনে একের অধিক মামলা আমলে নিলেও তা একটি মোবাইল কোর্ট বিবেচিত হবে।

পরিপত্রে আরো বলা হয়, এ অর্থ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে।

সংশ্লিষ্টখাতে বরাদ্দকৃত অর্থ হতে ব্যয় নির্বাহ করতে হবে। অতিরিক্ত বরাদ্দ প্রদান দাবি করা যাবে না এবং ঝুঁকিভাতা প্রাপ্ত কোনো কর্মকর্তা/কর্মচারীর অনুকূলে এ সম্মানী বৃদ্ধির হার প্রযোজ্য হবে না।

সর্বশেষ গত বছরের ২৪ জুন মোবাইল কোর্ট পরিচালনাকারীদের ভাতা বৃদ্ধি করা বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

(ওএস/এটিআর/আগস্ট ২০, ২০১৪)